বোয়ালমারীতে মাছের পোনা অবমুক্ত করলেন মন্ত্রী আব্দুর রহমান 

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি
Aug 3, 2024 - 19:14
Aug 3, 2024 - 19:14
 0  4
বোয়ালমারীতে মাছের পোনা অবমুক্ত করলেন মন্ত্রী আব্দুর রহমান 

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"এই শ্লোগানের মধ্য দিয়ে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় বোয়ালমারী উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো আব্দুর রহমান। উপজেলা নির্বাহি কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে, মাছ অবমুক্ত করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুসা মিয়া, ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা জসিমউদদীন, আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা এস এ এম লুৎফর রহমান,
 কাজী ওয়াহিদুজ্জামান, মো, মাহাবুবুর রহমান প্রমূখ। পরে জেলা অডিটরিয়ামে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান তার বক্তব্যে বলেন, 

যে ধরনের দানবীয় ও নারকীয় ধ্বংসযজ্ঞ চলেছে তা বর্ণনা করা সম্ভব না। পদ্মা সেতু আমাদের প্রতিবাদের প্রতীক। পদ্মা সেতুর টোল প্লাজায়, মেট্রোরেল, সেতু ভবনে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা নতুন করে আক্রান্ত হয়েছে। কারা আক্রান্ত করছে সেটা বুঝতে হবে। ছাত্রদের কোটা আন্দোলনে দাবি ছিলো মেধার ভিত্তিতে নিয়োগ। তারা দাবি করেছিল ৫ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য রেখে বাকি নিয়োগ মেধার ভিত্তিতে। তাদের সে দাবি পূরণ হয়েছে। যারা আন্দোলন করেছিলো আদালতের রায়ের পর তাদের উৎসব করা উচিত ছিলো।' মন্ত্রী আব্দুর রহমান বলেন, 'আমাদের রাজনৈতিক বিরোধী বন্ধুরা মায়ের কোলে শান্তিতে ঘুমিয়ে আছেন।  
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow