বোয়ালমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি
Jun 1, 2024 - 20:43
 0  11
বোয়ালমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত
 ফরিদপুরের বোয়ালমারীত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীরমুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (০১ জুন) দুপুরে হাসপাতাল রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির শেখ, কেন্দ্রীয় কৃষকদল নেতা মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন কালা মিয়া, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, শেখ আজিজুল হক, 
উপজেলা জাসাসের সভাপতি মো. শাহিন আনোয়ার, যুবদল নেতা মো. আলম শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব, সভাপতি পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া, যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা ‍সুমন প্রমুখ। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মতিন।
বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সোনালী আশ, পাটকে বহির্বিশ্বে উন্মচিত করেছে, বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি করেছেন। খালখনম কর্মসূচি প্রথম এনেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow