বোয়ালমারীর কমলেশ্বরদী শুকুরননেসা মাদ্রাসার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বোয়ালমারী(ফরিদপুর)প্রতিনিধি
Mar 26, 2025 - 16:13
 0  18
বোয়ালমারীর কমলেশ্বরদী শুকুরননেসা মাদ্রাসার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী শুকুরননেসা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রায় চারশত রোজাদারের মাঝে  ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬হিজরী।

 কমলেশ্বরদী মিয়া পাড়া যুবসমাজের সার্বিক সহযোগিতার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভা পরিচালনা করেন, 
কমলেশ্বরদী কামরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওঃ মুফতি রউশন আহমেদ। সৌজন্যে মো, আকবার হোসেন মিয়া, ইফতার মাহফিলের পুর্বে সকলের জন্য বিশেষ ভাবে দোয়া ও মুনাজাত করা হয় । কমলেশ্বরদী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মিঞা ও কমলেশ্বরদী মিয়া বাড়ির সুযোগ্য পুত্র বিশিষ্ট দানদার ব্যক্তিত্য মো, আব্দুল আহাদ মিয়ার প্রয়াত আম্মার নামে শুকুরননেসা মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow