ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর বাজার থেকে বাগাদি বিলে যাওয়ার রাস্তা দীর্ঘদিন সংস্কার হয়নি। বর্ষা শুরু হলে পানির নিচে তলিয়ে যায় রাস্তাটি। ফলে এ সড়ক দিয়ে চলাচল করতে স্থানীয় বাসিন্দাদের অসহনীয় কষ্ট হয়। এলাকাবাসীর দাবি, তাঁরা দীর্ঘ দিন থেকে এ রাস্তা উন্নয়নে দাবি জানিয়ে আসছেন। কিন্তু কেউ সংস্কার করেননি। তাই ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীপর বাজারের পাকা রাস্তা থেকে পশ্চিম দিকে বাগাদি বিল পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কার হয়নি। বর্ষার সময় পানির নিচে তলিয়ে যায় রাস্তাটি। এতে চলাচলে দুর্ভোগ বাড়ে তাঁদের। শুষ্ক মৌসুমে কৃষি কাজের জন্য প্রতিদিন কয়েকশত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তায় একাংশে দুটি কাদামাটির গর্ত থাকায় মানুষের চালাচলে ছিল অসহনীয় দূর্ভোগ।
জানা গেছে, এক কিলোমিটার সড়ক সংস্কার করতে প্রায় এক লাখ টাকার প্রয়োজন হবে, এলাকাবাসীর উদ্যোগে ও বিজয়নগর উপজেলা সাবেক চেয়ারম্যান জাবেদ আহমেদ জয়ের সার্বিক সহযোগিতায় রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হয়।
বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল জাবের (জাবেদ আহমেদ) বলেন, রাস্তাটির দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় ছিল। এলাকাবাসী সরকারি ভাবে রাস্তা সংস্কারের চেস্টা করে ব্যার্থ হয়ে আমার কাছে আসে। আমি এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে অর্থ দিয়ে সহযোগিতা করেছি।
What's Your Reaction?






