ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Apr 10, 2025 - 18:55
 0  2
ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কটূক্তি ও ক্যান্টনমেন্ট দখলের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। তিনি বলেন, "এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সেনাবাহিনীকে 'চাকর-বাকর' সম্বোধন করে এবং ক্যান্টনমেন্ট দখলের হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা কেবল কুরুচিপূর্ণ নয়—বরং রাষ্ট্রদ্রোহীতার শামিল। জাতির সুরক্ষা বাহিনীকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পিসিএনপি বান্দরবান জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মো. আবুল কালাম, সিনিয়র সহসভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর শাখার সভাপতি শামসুল হক শামু, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, সহসাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৪ মার্চ ব্যারিস্টার ফুয়াদ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তারা এই বক্তব্যকে ‘উন্মাদনাপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow