ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল ফয়সাল (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার রাত ১০ টার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জেলা শহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়। আল ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
What's Your Reaction?