ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল

ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে নাটকীয় বৈঠক এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা মহাসড়কের এক পাশে বসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায়। তবে এতে মহাসড়কে যান চলাচলে কোনো সমস্যা হয়নি।
বিক্ষোভে বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. জামিল আহম্মেদ সিয়াম, মোহাম্মদ সাগর ও সহকারী প্রতিনিধি এহসান এলাহী রাতুল। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে, তা তাঁদের জীবনের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তাঁরা হতাশ। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা মনে করছেন, সেটি ছিল কেবল সময়ক্ষেপণের কৌশল। এক শিক্ষার্থী বলেন, "এসি কক্ষে বসে আর কোনো সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্ত হবে রাজপথে।"
শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তাঁরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
What's Your Reaction?






