ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার অবৈধ মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে ভারতীয় উন্নতমানের মোবাইল ফোনের ডিসপ্লে ১,৫৮২ পিস, উন্নতমানের শাড়ি ১৫২ পিস, Perzet Plus- ১৩৩ পিস, Scabo Less ৩০০ পিস, Diclotwist Gel ৪০০ পিস, Kaveri মেহেদী-১৪৪০ পিস এবং ৩৮৪ পিস মোবাইল এক্সেসরিজ জব্দ করেছে বিজিবি। ধারণা করা হচ্ছে এর বাজার মূল্য প্রায় এক কোটি ৪ লক্ষ ৯৮ হাজার ১ শত ৪০ টাকা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ডিভাইস ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহল দল।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের ভেতরে অভিযানটি চালানো হয়। এসময় বিভিন্ন ডিভাইস ও বিভিন্ন অবৈধ মালামাল গুলো জব্দ করা হয়।
আটককৃত এসব মালামালের বাজার মূল্য প্রায় এক কোটি ৪ লক্ষ ৯৮ হাজার ১ শত ৪০ টাকা। জব্দ করা বিভিন্ন মালামাল গুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন এর অভিযান চলমান থাকবে বলে জানায় বিজিবি।
What's Your Reaction?






