ব্রাহ্মণবাড়িয়ার লইসস্কার বিলে খাল ভরাট করে রাস্তা নির্মাণ,পরিবেশের মারাত্মক হুমকি

জান্নাত আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
Feb 16, 2025 - 23:42
 0  5
ব্রাহ্মণবাড়িয়ার লইসস্কার বিলে খাল ভরাট করে রাস্তা নির্মাণ,পরিবেশের মারাত্মক হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শিমরাইল কান্দি টু মনিপুর রোড লইসস্কার বিলে খাল ভরাট করে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা পরিবেশ ও স্থানীয় কৃষকদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি এলাকার কৃষকদের সেচ ও জল নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল খালটি বালু ও মাটি দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে। ফলে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে এবং মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত খালটি ধ্বংসের পথে।
একজন স্থানীয় কৃষক জানান, “আমাদের চাষাবাদের জন্য এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বন্ধ হয়ে গেলে জমিতে পানি চলাচল ব্যাহত হবে এবং কৃষিকাজ ব্যাহত হবে।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ ভারসাম্য রক্ষাকারী  সংগঠন ঢেউ এর নির্বাহী সদস্য সৈয়দ তৈমুর বলেন, শত গ্রামের নদীপথ বন্ধ করে একটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের জন্য মাটি ভরাটের মাধ্যমে বাঁধ তৈরি করে সড়ক পথ নির্মাণ করা হয়েছে।
বর্ষাকালে শহরের আনন্দ বাজার ঘাট থেকে বিজয়নগর উপজেলার ৮টি ইউনিয়নের শতাধিক গ্রামে যাওয়ার একমাত্র পথ হচ্ছে লইস্কার বিলের খালটি। 
দেখা যাচ্ছে এই খালে স্থায়ীভাবে বাঁধ দিয়ে একটি গ্রামের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে যা শতাধিক গ্রামের দুই লক্ষাধিক মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এভাবে খাল নদী ভরাট করতে থাকলে নদীপথের পরিধি ছোট হতে থাকবে।
যেহেতু ঢেউ নদী ও জলাশয় সুরক্ষায় কাজ করে তাই জেলা প্রশাসকের কাছে বিনীত আহবান করছে লইস্কার বিলে তৈরিকৃত বাঁধটি মুক্ত করে নদীপথ প্রসারিত করা হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow