ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনে মাতলামি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 17, 2025 - 20:09
 0  4
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনে মাতলামি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক সেবন করে জনসম্মুখে মাতলামি ও অশ্লীল আচরণের অভিযোগে মো. আক্তার (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আক্তার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আবু কালাম মিয়ার ছেলে।

ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, শাহবাজপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মো. আক্তার মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। পরে সরাইল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow