ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজের অভিযোগে ৫ জন গ্রেফতার  

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণ্বাড়িয়া
Mar 25, 2024 - 16:34
 0  13
ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজের অভিযোগে ৫ জন গ্রেফতার  

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও এক খদ্দেরকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার দুপুর দেড়টার দিকে শহরের টেংকের পাড় একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আশুগঞ্জ খালপাড়ের মৃত আমীর আলীর ছেলে মোঃ আঃ রউফ (২০), সদর উপজেলার সুলতানপুরের বিল্লাল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৪০), তার মেয়ে সুমাইয়া (১৯), সদর উপজেলার নাটাই গ্রামের সলিম বাড়ির মৃত নান্নু মিয়ার মেয়ে তামান্না আক্তার (২২) ও উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের নান্নু মিয়ার মেয়ে জাকিয়া (১৯)।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ আসলাম হোসেনের নির্দেশনায় সোমবার দুপুরে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সুমন চন্দ্র বনিক, এস আই আইয়ুব আলী ও এস আই পুষন সাহা সঙ্গীয় ফোর্সসহ শহরের টেংকের পাড়স্থ বাসা নং-১৪৯ এর ৫ ম তলায় অভিযান পরিচালনা চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারীসহ ১ খদ্দেরকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গোপন সংবাদের  ভিত্তিকে অভিযুক্তদের গ্রেফতার করি। সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow