ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এতিম ও পথশিশুদের জন্য নতুন পোশাক

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 29, 2025 - 22:36
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এতিম ও পথশিশুদের জন্য নতুন পোশাক

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় দেড় শতাধিক এতিম, ছিন্নমূল পথশিশু, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ‘আমরাও কিনুম ঈদের খুশি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে সুবিধাবঞ্চিত এসব মানুষদের জন্য তাদের পছন্দের নতুন পোশাক কেনার ব্যবস্থা করা হয়।

শনিবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলার এতিম, প্রতিবন্ধী ও প্রকৃত ছিন্নমূল পথশিশুদের শহরের সমবায় মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা নিজেদের পছন্দমতো থ্রিপিস, শার্ট-প্যান্ট, টি-শার্ট এবং বয়স্করা লুঙ্গি, পাঞ্জাবি ও শাড়ি কিনে নেন। নতুন পোশাক হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে, অনেকে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে। কেউ কেউ তো আনন্দের অশ্রুও ধরে রাখতে পারেনি।

এ সময় শিশুদের একাধিকজন জানায়, "এর আগে কখনো আমরা নিজেরা গিয়ে পছন্দমতো পোশাক কিনতে পারিনি। এটা আমাদের জন্য স্বপ্নের মতো মুহূর্ত।"

এ আয়োজনের বিষয়ে ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র এডমিন এবং বাংলাদেশ ব্যাংকের আইন উপদেষ্টা এডভোকেট লুতফুর রহমান রাসেল বলেন, “আমরা চাই, ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে ছড়িয়ে পড়ুক। এতিম ও ছিন্নমূল শিশুরা যাতে নতুন পোশাক পরে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য আমরা এ আয়োজন করেছি।"

সংগঠনের অন্যতম উদ্যোক্তা খালেদ হাসান আজাদ বলেন, "আমাদের লক্ষ্য শুধু পোশাক দেওয়া নয়, তাদের মুখে হাসি ফোটানো। এজন্যই আমরা তাদের ইচ্ছেমতো কেনার সুযোগ দিয়েছি।"

শুধু পোশাকই নয়, সুবিধাবঞ্চিতদের প্রত্যেকের হাতে ঈদ উপহার হিসেবে সেমাই, দুধ, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এনামুল হক রিমন, মোঃ জুনায়েদ ভূঁইয়া, স্বাস্থ্য সহকারী সুজন খান, ফায়েজুর রহমান, আরিফ চৌধুরীসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow