ব্রাহ্মণবাড়িয়ায় এটিএম বুথ গুলোতে টাকার তীব্র সংকট 

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Jun 16, 2024 - 22:28
 0  1
ব্রাহ্মণবাড়িয়ায় এটিএম বুথ গুলোতে টাকার তীব্র সংকট 

ব্রাহ্মণবাড়িয়ার এটিএম বুথ গুলোতে নগদ টাকার তীব্র সংকট দেখা দিয়েছে। গতকাল ও আজ শহরের বেশ কয়েকটি এটিএম বুথ ঘুরে এমন চিত্র দেখা গেছে। শহরের প্রাণকেন্দ্র মসজিদ রোড, কোর্ট রোড, বিরাসার এলাকায় বেশিরভাগ এটিএম বুথ গুলোর শাটার অর্ধেক নামানো, কোন কোন বুথে "ক্যাশ নাই" লেখা নোটিশ ঝুলানো, কোন কোন বুথ পুরোপুরি বন্ধ।

এটিএম বুথে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা জানান বুথে টাকা শেষ হয়ে গেছে, কবে টাকা পাওয়া যাবে তা নিশ্চিত নয়। এ ব্যাপারে ব্যাংকের  কাস্টমার কেয়ারে একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বারবার কল দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও ব্যাংকের কাস্টমার কেয়ার প্রতিনিধি কল রিসিভ করেনি। ফলে এই বিষয়ে ব্যাংকগুলোর কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
 এদিকে কোরবানীর ঠিক আগ মুহূর্তে বিভিন্ন এটিএম বুথে ঘুরে ঘুরে টাকা না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গ্রাহকরা। গ্রাহকরা জানান মাঝেমাঝেই ব্যাংকগুলোর এটিএম বুথে টাকার সংকট দেখা গেলেও কোরবানির ঠিক আগে এরকম গ্রাহক ভোগান্তি গ্রহণযোগ্য নয়। কারণ কোরবানির পশু কেনার জন্য এখন টাকা জরুরি প্রয়োজন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow