ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ঢল

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 5, 2025 - 18:33
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ঢল

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অষ্টমী গঙ্গাস্নান। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, শনিবার সকালে পৌর এলাকার গোকর্ণঘাট তিতাস নদীতে এই ধর্মীয় উৎসব পালিত হয়।

গঙ্গাস্নানকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত ও পূণ্যার্থীরা গোকর্ণঘাটে সমবেত হন। নির্ধারিত তিথি অনুযায়ী তাঁরা পবিত্র স্নানে অংশ নেন। স্নান উপলক্ষে তিতাস নদীর পাড়ে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।

গঙ্গাস্নানে অংশ নেওয়া মিঠুন দাস নামের এক ভক্ত জানান, “আজ অষ্টমী তিথিতে আমরা গঙ্গাস্নানে এসেছি। বিশ্বাস করি, এই স্নানের মাধ্যমে পাপ মোচন হয়। জীব ও জাতির মঙ্গল কামনায় আমরা প্রার্থনা করেছি।”

অপর ভক্ত শম্পা শীল বলেন, “প্রতি বছর আমরা এখানে গঙ্গাস্নানে অংশ নিই পূণ্যলাভের আশায়। এবারও স্নান করেছি জীব ও জাতির শান্তির জন্য প্রার্থনা করে।”

গঙ্গাস্নান পরিচালনা কমিটির সদস্য খোকন কান্তি আচার্য বলেন, “নদীর পবিত্র জলে গঙ্গাস্নানের মাধ্যমে শরীর ও আত্মার পাপ মোচন হয়। ভক্তরা নিজেদের ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেছেন।”

এদিকে গঙ্গাস্নান উপলক্ষে তিতাস নদীর তীরে বসেছে লোকজ মেলা। মেলায় মুড়ি-চিড়া, মাঠা, মাটির খেলনাসহ বাহারি মনোহরি পণ্যের দোকানে ছিল উপচে পড়া ভিড়।

এছাড়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর মেঘনা নদীতেও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান। সেখানে হাজারো পূণ্যার্থী অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow