ব্রাহ্মণবাড়িয়ায় চোর ছিনতাইকারিসহ ৩ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার শহরে পুলিশের বিশেষ অভিযানে চোর ছিনতাইকারী ও ডাকাতসহ তিনজন গ্রেপ্তার হয়েছে৷
শুক্রবার ভোর রাতের বিভিন্ন সময় সদর উপজলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, শহরের পশ্চিম মেড্ডার ইসমাঈলের ছেলে মোঃ শরীফ, একই এলাকার দাদা মাসুমের ছেলে প্রেম জয় ও নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে হৃদয়।
পুলিশ জানান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের দিক নির্দেশনায় ও পুলিশ উপপরিদর্শক জুয়েল রায়, নাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোররাতে গ্রেফতারী পরোয়ানা এসব চোর ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ শরীফের বিরুদ্ধে ৫ টি ডাকাতের প্রস্তুতি মামলা এবং প্রেম জয়ের বিরুদ্ধে ৩ টি ডাকাতি প্রস্তুতির মামলা এবং ২ টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?