ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাই কারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাই কারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শহরের দক্ষিণ পৈরতলা এলাকার আলমগীর মিয়ার ছেলে রিপন মিয়া (২২), আক্তার মিয়ার ছেলে মোহাম্মদ আমির হোসেন (২০), আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ হৃদয় (১৮) ও নাহিদ মিয়ার ছেলে আকাশ মিয়া (১৮)।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত মোবাইল ফোন ও কয়েকটি রাম দা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?