ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ সুপারের কঠোর অবস্থান

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি
Apr 27, 2025 - 18:36
 0  2
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ সুপারের কঠোর অবস্থান

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেছেন, "টাকা ছাড়া পুলিশে চাকরি হয়, এটা মানুষকে বিশ্বাস করাতে চাই।" তিনি জানান, পুলিশে নিয়োগের প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ রাখার লক্ষ্যে তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৮৫ জন প্রার্থীকে তাঁর ফোন নম্বর দিয়েছেন এবং তাদের বলেছেন, "যদি কেউ টাকা চায়, তাহলে যেন আমাকে ফোন করে জানায়।" তিনি আরও বলেন, "আমি চাই শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হোক এবং দালালদের কোনো সুযোগ যেন না পাওয়া যায়।"

রোববার (২৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক অভিযোগ করেন যে, "জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের মো. মিলন মিয়া নামে একজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধভাবে টাকা নিচ্ছিলেন।" তিনি জানান, দালালি বন্ধে সব ধরনের নজরদারি অব্যাহত রাখা হচ্ছে এবং এই ধরনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, "শারীরিক পরীক্ষার ভিডিও সংরক্ষণ করা হচ্ছে, এবং প্রত্যেক প্রার্থীর পরীক্ষার খাতা সিলগালা করে পাঠানো হবে।" এছাড়া লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের খাতা যাতে পরিচয়হীন থাকে, তা নিশ্চিত করা হবে।

পুলিশ সুপার বলেন, "অনেকে পূর্বে ভুল ধারণা নিয়ে এসে লজ্জিত হয়েছেন, কারণ তারা বুঝতে পেরেছেন কেন তাদের বাদ পড়তে হয়েছে।" তিনি মিডিয়াকে অনুরোধ করেন, "এই প্রক্রিয়ার স্বচ্ছতা প্রচার করুন, যাতে দালালরা সুযোগ না পায়।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow