ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ যুবক গ্রেপ্তার

জান্নাত আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধিঃ
Dec 12, 2024 - 23:00
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ মারুফ ইসলাম-(২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার উরশিউড়া জেলা কারাগারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মারুফ ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দির হারুন-অর-রশিদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উরশিউড়া এলাকায় জেলা কারাগারের পাশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযান পরিচালনা কালে মারুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশী করে দেশীয় তৈরি একটা পাইপগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow