ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার সকালে জেলা ছাত্রমৈত্রী ও যুব মৈত্রীর উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা যুব মৈত্রীর সভাপতি কাজী তানভীর শিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রুবেল, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জেলা নারী মুক্তি সংসদ সভাপতি ফজিলাতুন নাহার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, উন্নত যোগযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রসরমান জেলা হলেও ব্রাহ্মণবাড়িয়ায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ নেই। এসব প্রতিষ্ঠান স্থাপন করা জেলাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী। প্রধানমন্ত্রী এই দাবী বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি। বক্তারা, জেলাবাসীর উচ্চ শিক্ষার সুবিধায় দ্রুত দাবী বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল রোড, কুমারশীল মোড়সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
What's Your Reaction?