ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Sep 24, 2024 - 20:17
 0  7
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার ২৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে নাগরবাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমির আলীর ছেলে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে আলমগীর বাড়ির পাশের জমিতে সবজির চারা রোপন করতে গিয়েছিলেন। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। হঠাৎ করে একটি বজ্রপাত তার শরীরে পড়লে তিনি জমিতেই লুটিয়ে পড়েন। পরে গ্রামের লোকেরা আলমগীরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এক কৃষক বজ্রপাতে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জেনেছি। মৃত্যুর সংবাদ শুনে পরিবারের লোকেরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow