ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ। সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফারুকী পার্ক চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ।
পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনব্যাপী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়া সহ প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা ও কার্যক্রম ছিলো। এর মধ্যে লাঠি খেলা, সাপ খেলা, নাগরদোলা, মোরগ লড়াই ও লোকজ মেলা অন্যতম। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নানা বয়সী, নারী, পুরুষ ও শিশুরা অনুষ্ঠানস্থলে সমবেত হয়ে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে নববর্ষের আনন্দ উপভোগ করেন।
What's Your Reaction?






