ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন অনুষ্ঠিত, কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা-কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পৌরসভার কর্মীরা। সকাল ১০ টায় পৌর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজকর্মী মোঃ নজরুল ইসলাম, পৌর পানি সরবরাহ শাখা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সংরক্ষণ শাখার টিম লিডার দোলোয়ার হোসেন দিলু, মোঃ এমরান হোসেন, মোঃ খালেদ মিয়া, মোঃ তাজুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোহাম্মদ খা, মিলন খাঁ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখে পরিচ্ছন্নতা কর্মীরা। সামান্য কারণে তাদের উপর অনেক সময় মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার বিচার হয় না বলেই শহরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা একের পর এক অপরাধ করে যাচ্ছে। বক্তারা অবিলম্বে সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারী শহরের কাউতলী এলাকার রাজিব, তানিম ও সাইদুল গংদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। সমাবেশে আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীরা কর্মবিরতিতে যাবে বলে আল্টিমেটাম দেয়া হয়।
উল্লেখ্য গত ১ ডিসেম্বর দুপুরে পেশাগত দায়িত্ব পালনে কিরণ মোল্লা শহরের কাউতলীতে গেলে সন্ত্রাসী রাজিব ও তার সহযোগীরা কিরণ মোল্লার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি দিয়ে নির্মমভাবে কিরণকে জখম করে। কিরণ মোল্লা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?