ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত স্প্রে প্রয়োগে ৩৭ শতাংশ ধানক্ষেত ধ্বংস, বিচার দাবি কৃষকের

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ৩৭ শতাংশ বোরো ধানক্ষেতে ঘাস নিধনের বিষাক্ত স্প্রে প্রয়োগ করে ফসল ধ্বংস করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত কৃষকের আপন বোন জামাই বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নং ওয়ার্ড ভাদুঘর দক্ষিণপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক জসীমউদ্দীন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরেই তার ধানক্ষেতে বিষাক্ত স্প্রে প্রয়োগ করা হয়, যাতে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়।
জসীমউদ্দীন বলেন, "আমার চাচা হাজী আলী আহমদ ডাবল কারী তার পালিত ছেলে নূর মোহাম্মদকে দিয়ে আমাদের হয়রানি করে আসছেন। সম্পত্তি দখলের জন্য মিথ্যা মামলা দিয়েছেন। এবার আমার ধানক্ষেতে বিষাক্ত স্প্রে প্রয়োগ করে ফসল ধ্বংস করেছেন। আমি এর বিচার চাই।"
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের এক কর্মকর্তা বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে কৃষকের ফসল নষ্ট করে থাকলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
What's Your Reaction?






