ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মহিষসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় মহিষবোঝাই একটি ট্রাক আটক করেছে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ টহলদল। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আমতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২টি ভারতীয় মহিষ ও একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৩ লাখ টাকা।
পরে মহিষসহ ট্রাকটি আখাউড়া কাস্টমসে হস্তান্তর করা হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ জব্দকৃত মহিষগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত দিয়ে ভারত থেকে যাতে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






