ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

জান্নাত আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
Jan 20, 2025 - 19:08
 0  2
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।  সোমবার সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদেরকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি প্রদানপূর্বক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত তথ্য সংগ্রহকারীদের সুপার ভাইজার খেলেনা রানী সাহা জানান, যাদের বয়স পহেলা জানুয়ারী ২০০৮ বা তার পূর্বে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাংলা-ইংরেজি কপি, পিতা-মাতার এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, রক্তের গ্রুপ, টেলিফোন নম্বর অথবা মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্যাদি প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের পর ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে হবে।
এদিকে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে উচ্ছাস প্রকাশ করেছেন নতুন ভোটার ও তাদের স্বজনেরা।
নতুন ভোটার হওয়া কনিকা দেবনাথ জানান, এই তালিকায় অর্ন্তভুক্তির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগসহ রাষ্ট্রীয় সকল কার্যক্রমে তারা অংশ গ্রহন করতে পারবেন। এতে অনেক খুশি তিনি।
নিজের পুত্রবধূ ভোটার তালিকায় অর্ন্তভুক্তি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চারু দেবনাথ। তিনি বলেন, সদ্য বিয়ের পর তার পুত্রবধূ এন আইডিসহ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন। এতে খুশি তারা।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮ জন প্রধান শিক্ষক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তথ্য সংগ্রহকারী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮০ জন সহকারি শিক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow