ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের ঈদসামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচশত অসহায় ও গরীব মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মজিদ-নাহার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু। পরে প্রধান অতিথি অসহায় ও গরীব মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেন।
ঈদসামগ্রীর মধ্যে ছিল— ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং ১ প্যাকেট সেমাই।
উল্লেখ্য, মজিদ-নাহার ফাউন্ডেশন দীর্ঘ ১৪ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও গরীব মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রতি বছর তারা দরিদ্রদের মধ্যে রিকশা, সেলাই মেশিন, শীতবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ করে। শহরের কালাইশ্রী পাড়ার বাসিন্দা ও প্রবাসী মনির হোসেন হিটু তার বাবা-মায়ের নামে এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন এবং তা মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
What's Your Reaction?






