ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয়ের মাস উপলক্ষে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয়ের মাস উপলক্ষে শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ৩০ শে ডিসেম্বর সোমবার দুপুর একটা হইতে রাত.এগারটা পর্যন্ত অনুষ্ঠানটি জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সুরবাগ শিল্পী গুষ্টির তত্ত্বাবধানে ইসলামী সংস্কৃতি অনুযায়ী দেশ ও রাষ্ট্র পরিচালনা করার জন্য সুরে সুরে পৌরমুক্ত মঞ্চ সুশোভিত করে। সুদক্ষ উপস্থাপকগণের উপস্থাপনায় নাতে রাসুল, ইসলামিক কবিতা, কোরআন তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে হাজার, হাজার শ্রোতা অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় সুমধুর কন্ঠে হাফেজ কারিগণ কোরআন তেলাওয়াত করেন। সুরবাগ শিল্পী গুষ্টির সাথে জড়িত রয়েছেন আশরাফ বিন জামশেদ প্রধান পরিচালক, আরাফাত রাফিভার প্রাপ্ত পরিচালক, শোয়াইব জামান সহকারি পরিচালক, মোবারক উল্লাহ সাদী নির্বাহী পরিচালক, সুরবাগ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি মোবারক উল্লাহ সাহেব সভাপতি, প্রধান অতিথি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, বিশেষ অতিথি মাওলানা মেহেদী হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ ও স্থানীয় ব্যক্তিবর্গ
সংগঠনটির সম্পর্কে মুফতি আরাফাত রাফী জাহাঙ্গীর (ভারপ্রাপ্ত পরিচালক) বলেন, সুরবাগ শিল্পীগোষ্ঠী ধর্ম, দেশ ও মানবতার জন্য একটি স্বাধীন কণ্ঠস্বর, যা যে কোন প্রেক্ষাপটে মানবতার স্বার্থে অকুতোভয় কথা বলবে। দেশবাসী সকলের কাছে সংগঠনটির জন্য দোয়া ও পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
What's Your Reaction?