ব্রাহ্মণবাড়িয়ায় লরী-সিএনজি সংঘর্ষে দুই যুবক নিহত, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় লরী ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন সিএনজি যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) এবং আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
আহতরা হলেন—সিএনজি চালক মিজানুর রহমান, যাত্রী সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। আহতদের সবাইকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, জেলা শহর থেকে একটি সিএনজি অটোরিকশায় করে ছয়জন চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে রামরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরীর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা হলেও লরীটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লরীর সন্ধানে পুলিশ কাজ করছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?






