ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটি কাটার ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতা সুরক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢেউ এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী, এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "সন্ত্রাসী কার্যক্রম যারা করে তাদের কোনো পরিচয় নেই, তারা সন্ত্রাসী। সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে এখানে দাঁড়িয়েছি। সাংবাদিকরা কেন এখনও নিরাপদ নয়, এটা প্রশ্ন। সাংবাদিকদের ভয়ভীতি দেখানো যাবে না।"
বক্তারা মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার সাথে জড়িত প্রধান আসামী মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী এবং কাইয়ুম মিয়াসহ সকলকে গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া, সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য আন্দোলন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।
এ ঘটনায় মাইনুদ্দিন রুবেল থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখনও মামলার আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামীরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মাইনুদ্দিন রুবেল, যিনি দীর্ঘ ২০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরে বসবাস করছেন, গত শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর এলাকায় হামলার শিকার হন। হামলাকারীরা উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী এবং কাইয়ুম মিয়া সহ তাদের সহযোগীরা ছিলেন।
What's Your Reaction?






