ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

আখনুক ভূঁইয়া সাআদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
May 24, 2024 - 19:57
 0  8
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর একাংশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। লাইন মেরামত শেষে রাত সাড়ে ১২ টার দিকে গ্যাস সরবরাহ শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টা থেকে জেলা সদরে ঘাটুরা থেকে সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন প্রায় আট হাজার গ্রাহক।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ার বিভাগের ম্যানেজার সাজ্জাদুর রহমান জানান, আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের কাজ চলছে। দুপুর ২ টার দিকে কাজ করার সময় সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় গ্যাস সরবরাহ করা ৬ ইঞ্চি একটি পাইপ লিকেজ হয়ে যায়। ফলে ঘাটুরা সংযোগ বন্ধ করা হয়। এতে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। পরে মেরামত শেষে রাত সাড়ে ১২ টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow