ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 13, 2025 - 20:57
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী ১৫ মার্চ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন জেলার ৫,৫৫,৮৭৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮,৪০৮ জন শিশু নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪,৯৭,৪৭০ জন শিশু লাল ক্যাপসুল পাবে।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক চিকিৎসক ডা. মাহমুদুল হাসান। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার ৯টি উপজেলার ৯৮টি ইউনিয়নের ২,৪৩৩টি কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ক্যাম্পেইন। এসব কেন্দ্রে ৩৩৮ জন স্বাস্থ্য সহকারী, ১০০ জন এএইচআই, ৩৪৮ জন পরিবার কল্যাণ সহকারী এবং ৮৭ জন এফপিআই দায়িত্ব পালন করবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এ বছর ক্যাম্পেইনের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই অভিভাবকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। ক্যাম্পেইন পরিচালনার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে, যেখানে অভিভাবকরা প্রয়োজনে পরামর্শ নিতে পারবেন।

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সদর উপজেলার নাটাই কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow