ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

জান্নাত আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
Feb 14, 2025 - 22:28
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে বেবি দেবনাথ-(৩৩) নামে এক নারী নিহত হয়েছেন।

 শুক্রবার  দুপুরে সদর উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেবি দেবনাথ জেলার বাঞ্চারামপুর উপজেলার দশমী গ্রামের তাপস দেবনাথের স্ত্রী। দুর্ঘটনায় আরো দুইজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার সেকেন্ড অফিসার আবদুল মোনাস জানান,শুক্রবার  দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকসা নবীনগর যাওয়ার পথে রাধিকা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসার ৩ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথকে মৃত ঘোষণা করেন। অটোরিকসা ও মোটর সাইকেলটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow