ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সভা

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Nov 23, 2024 - 18:21
 0  6
ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সভা

শনিবার বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া কাউতলী জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায়, হিউম্যান রাইটস সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন,কাজী এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, সভাপতি হিউম্যান রাইট রিভিউ সোসাইটি। সঞ্চালনা করেন, খবির উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক হিউম্যান রাইট রিভিউ সোসাইটি।

সভায় মানবাধিকার সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, এবং সমাজের দুর্বল ও অবহেলিত মানুষের অধিকার রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা করা হয়।

সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আমিনুল ইসলাম আহাদ,কেন্দ্রীয় পরিচালক। এডভোকেট মোজাম্মেল হক, সহ-সভাপতি, রফিকুল ইসলাম, সদস্য, আমিনউদ্দিন রুবেল, রুবাইয়ের আহমেদ মিশু, মোঃ আলকাছ মিয়া, মোহাম্মদ আজাদ মিয়া,আলোচনায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরা হয়, এবং সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত বক্তারা সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী করার আহ্বান জানান।

এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow