ব্রাহ্মণবাড়িয়ায় হ্যালো বেকারীকে ২ লাখ টাকা জরিমানা

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 9, 2025 - 19:42
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় হ্যালো বেকারীকে ২ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা (ওয়াপদা গেইট) এলাকায় অবস্থিত হ্যালো বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী একটি যৌথ অভিযান পরিচালনা করেন, যেখানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য সংস্থা ও র‌্যাব-৯ এর কর্মকর্তারা।

অভিযানকালে হ্যালো বেকারীর কারখানায় দেখা যায় কর্মচারীরা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে। তাদের মাথায় সঠিক টুলিংস কোর্ট ছিল না, এবং কারখানার পরিবেশ ছিল অপরিষ্কার। ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ, ডিম ভাঙ্গা ও নষ্ট যত্রতত্র পড়ে থাকা, এবং মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণের মতো অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। এছাড়া, মিষ্টি তৈরির স্থান ছিল অস্বাস্থ্যকর এবং মিষ্টি খোলা অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল, যেখানে মাছি পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ইফতেখারুল আলম রিজভী বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় হ্যালো বেকারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এই অভিযোগগুলো ২০ এপ্রিলের মধ্যে সংশোধন করার নির্দেশনা দেয়া হয়েছে। ২০ তারিখের পরও সংশোধন না হলে কারখানা সিলগালা করা হবে।”

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহম্মেদ এবং র‌্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow