ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোশেনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার পুনিয়াউট মোড়ের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রোশেনা বেগম সদর উপজেলার চান্দি (পশ্চিম পাড়া) গ্রামের হাবিব মিয়ার স্ত্রী। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট মোড়ে অভিযান চালিয়ে রোশেনা বেগমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?






