ব্রাহ্মণবাড়িয়ায় ২ চাউল ব্যবসায়ীকে জরিমানা

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 19, 2025 - 21:41
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় ২ চাউল ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই চাউল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে পৌর এলাকার আনন্দ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক সরোয়ার আমিন, খাদ্য পরিদর্শক রামিম পাঠান ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এস. এম. শাহীন উপস্থিত ছিলেন। অভিযানের সময় আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সাংবাদিকদের জানান, মজুদের হিসাব না থাকা ও ক্রয়মূল্যের রশিদ সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, "বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ইতিপূর্বেও কয়েকটি অবৈধ চালকলে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অল্প জরিমানা করা হলেও পরবর্তীতে মজুদ আইনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

সম্প্রতি চালের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow