ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৫০০ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 10, 2025 - 19:09
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৫০০ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৫০০ জন কৃষকদের মধ্যে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এই সার ও বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন। সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ফাহমিদা সিদ্দিকী হাবিবা, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী, সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, সদর উপজেলায় প্রণোদনার আওতায় ২ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। এছাড়া, কৃষকদের মধ্যে আউশ ধানের উফশী বীজ ব্রি ধান ৪৮, ব্রি ধান ৮২, ব্রি ধান ৮৫, ব্রি ধান ৯৮ জাতের উন্নতমানের বীজও বিতরণ করা হয়।

তিনি আরও জানান, এবছর পহেলা বৈশাখের আগেই সঠিক সময়ে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে, যাতে তারা সঠিক সময়ে বীজতলা তৈরি করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow