ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনে ৭০ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার, গ্রেপ্তার-৪

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Jan 2, 2025 - 20:40
 0  7
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনে ৭০ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার, গ্রেপ্তার-৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবির) অভিযানে গত ৪ দিনে ৭০লাখ ২২ হাজার ৫ শত টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল উদ্ধার এবং ৪ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গত ২৯ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) পর্যন্ত বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী, খাড়েরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কসবার চন্ডিদার ও মাদলা বিওপির অভিযানে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
 বৃহস্পতিবার বিকেলে গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএস সি, এসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে কসমেটিক্স সামগ্রী ৮৭ পিস, গরু ৬ টি, চকলেট ১৮৬০ পিস, মোটর সাইকেল ১ টি, অটোরিকসা ১ টি, বডি লোশন ৫১৬ পিস, বাসমতি চাল ৪০৫ কেজি, চিনি ১৫২০৫ কেজি, চুলের জেল ১২৪৩ পিস, চুলের তেল ২৩২ পিস, নেহা মেহেদী ৪৩২০ পিস, ফুচকা ৮৫ প্যাকেট, বাঁজি ২২,২৭২ পিস, বাংলাদেশী রসুন ২৩৪ কেজি, রেড বুল কমল পানীয় ৮৬ পিস, বিয়ার ৮০ বোতল, মাথার চুল ১৮ কেজি, গাঁজা ৮৩.৫ কেজি, স্কাফ সিরাপ ২৬ বোতল, ফেন্সিডিল ৪৬ বোতল, হুইস্কি ২১৬ বোতল এবং ইয়াবা ট্যাবলেট ১২০০ পিস।
এ সময় মোঃ ইকরাম হোসেন (১৯), মোঃ ছাব্বির মিয়া (১৯), মোঃ সাকিল খান (২৪) ও মোঃ সুমন মিয়া-(২২) নামে চারজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow