ব্রাহ্মণ্বাড়িয়া বার কাউন্সিলের সভাপতি কামরুজ্জামান মামুনকে নাসিরনগরে নাগরিক সংবর্ধনা

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Feb 17, 2025 - 19:50
 0  7
ব্রাহ্মণ্বাড়িয়া বার কাউন্সিলের সভাপতি কামরুজ্জামান মামুনকে নাসিরনগরে নাগরিক সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির পর পর দুই বারের নির্বাচিত সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডঃ এ.কে.এম কামরুজ্জামান মামুনকে তার নিজ এলাকায় নাসিরনগরে সংবর্ধনা দেয়া হয়েছে।

 সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে উপজেলা শিক্ষক সমিতির মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হাই।
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার লোকজন মিছিলে মিছিলে সভাস্থলে উপস্থিত হন। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে উপজেলা শিক্ষক সমিতির মাঠ। সেখানে জনগণের ভালবাসায় সিক্ত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা এডঃ কামরুজ্জামান মামুন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এডঃ কামরুজ্জামান মামুন বলেন, আপনারা কষ্ট ও ত্যাগ স্বীকার করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। বর্তমানে দেশে রাষ্ট্রীয় সংস্কারে আমাদের দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
এ সময়ে তিনি আরও বলেন, অতি শীঘ্রই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের নেতা তারেক জিয়া বীরের বেশে দেশে আসবেন।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের বিজ্ঞ জিপি মোঃ সিরাজুল ইসলাম আবিদ। এ সময়ে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।
সংবর্ধনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মোঃ আরিফ,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ হানিফ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ মোঃ নুরুজ্জামান লস্কর তপু, জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের সভাপতি এডঃ মো.আব্দুর রহিম গোলাপ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমীরুল হোসেন চকদার প্রমুখ।
জানা যায়, এডঃ কামরুজ্জামান মামুন জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান দুইবারের সাধারণ সম্পাদক ও পর পর দুইবার সভাপতি নির্বাচিত হয়েছেন। 
তিনি ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর (২৪৩) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow