ভর্তি যোদ্ধাদের পাশে পরিক্ষিত যোদ্ধারা
গুচ্ছের অধীনে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে দূর দূরান্ত থেকে আগত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের পাশে একগুচ্ছ সেবা নিয়ে দাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
সোমবার (০৩ মে) বেলা ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মানবিক বিভাগের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা।
এদিন সরজমিনে দেখা যায় অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী শেষ মুহূর্তে পরিক্ষা কেন্দ্র এসে পৌঁছাছেন তাদেরকে জয় বাংলা বাইক সেবার মাধ্যমে দ্রুত হলে পৌঁছানো, তীব্র দাবদাহের মধ্যে অপেক্ষামান অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুপেয় পানি পান, অভিভাবকদের বিশ্রাম নেওয়া জন্য অভিভাবক কর্ণারসহ এক গুচ্ছ সেবা প্রদান করতে।
সামগ্রিক কার্যক্রম বিষয়ে জানতে চাইলে সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন,‘ ছাত্রলীগ শিক্ষার্থী বান্ধব সংগঠন। যার অংশ হিসেবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় একাধিক সেবা নিয়ে হাজির হয়েছি। আমারা জয় বাংলা বাইক সেবা, ফ্রি মেডিকেল সেবা, বিশুদ্ধ পানি প্রদানসহ সর্বক্ষনী শিক্ষার্থীদের সেবায় তৎপর রয়েছি।’
শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন,‘ ছাত্রলীগের এ স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ড অতীতে করেছে বর্তমানে করছি এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। আমারা শিক্ষার্থী বান্ধব সংগঠন, তাই শিক্ষার্থীদের সেবায় নিজেদের নিবেদিত রাখতে চাই।’
What's Your Reaction?