ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল

কুবি প্রতিনিধিঃ
Apr 20, 2025 - 00:31
 0  3
ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছে কুবি শাখা ছাত্রদল। পরীক্ষার দিন বাইক সার্ভিস, তথ্য ও সহায়তা কেন্দ্র, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যালাইন বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়েছে সংগঠনটি।

শনিবার (১৯ এপ্রিল) ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসব সেবা কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে গতকাল (শুক্রবার) রাত থেকেই বাইক সার্ভিস চালু করা হয়, যাতে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাতে পারেন। পাশাপাশি কিছু শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থাও করা হয়।

আজ (শনিবার) সকাল থেকে পরীক্ষার্থীদের পানির ব্যবস্থা ও স্যালাইন বিতরণ করা হয়। ভুল করে কেউ অন্য কেন্দ্র চলে গেলে বাইকে করে তাকে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়। অভিভাবকদের জন্য ছাউনির ব্যবস্থাও করে ছাত্রদলের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, "ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও সাংগঠনিক দায়িত্ব। আমরা সেই দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow