ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনঃ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন
ফরিদপুরের ভাঙ্গায় ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বেলা দুইটা থেকে মোট ৯৯টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছে যাচ্ছে। ২৯ মে সকালে শুধু ব্যালট পেপারগুলো কেন্দ্রে পৌছে দেওয়া হবে। ভাঙ্গা উপজেলায় ১২টি ইউনিয়ন, ১টি পৌরসভা সহ মোট ১৩ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, আনসার, র্যাব, পুলিশ সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী আজ থেকে মাঠে রয়েছে।
তৃতীয় ধাপে এই ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন।
এ নির্বাচনে মোঃ কাওছার ভূঁইয়া (দোয়াত কলম প্রতীক ) রহমান সুমন (ঘোড়া প্রতীক ) ও তার স্ত্রী লোপা রহমান (আনারস প্রতীক) এবং হাইলাইট চক্ষু হাসপাতালের চেয়ারম্যান শহিদুল ইসলাম( মোটরসাইকেল) মাইনুল ইসলাম খান রিপন (কই মাছ)।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে- এবিএম ইব্রাহিম খলিল( টিউবওয়েল), মেহেদী পারভেজ চন্দন (টিয়া পাখি), আবুল ফয়সাল (মোল্লা চশমা), ফিরোজ হাওলাদার পিরুমিয়া (তালা) মিরাজ শিকদার (মাইক) ও গোলাম রাসেল রাতুল পেয-(উড়োজাহাজ প্রতীক)
মহিলা ভাইস চেয়ারম্যান পদেরমঞ্জুয়ারা ইয়াসমিন ( ফুটবল),বেগম নুরুন্নাহার মায়া (হাঁস) সালমা বেগম (পদ্মফুল) ও সোনিয়া আক্তার( কলস) প্রতীক নিয়ে লড়ছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ৩৮। এর মধ্যে
পুরুষ ১ লক্ষ ২২ হাজার ১২ ও মহিলা ১ লক্ষ ১৪ হাজার ২৩,তৃতীয় লিঙ্গ হিজলা ৩ টি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খোদা জানান, ২৯ মে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ভাঙ্গা উপজেলায় মোট ৯৯ টি কেন্দ্রের জন্য ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। এতে মোট ৫৯৮ টি বুথ রয়েছে।ভোরে ব্যালট পেপার দেওয়া হবে। ভাঙ্গা উপজেলার মধ্যে ১২টি ইউনিয়ন, ১টি পৌরসভা সহ মোট ১৩ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন বিজিবি আনসার, র্াব, পুলিশ সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থেকে মাঠে রয়েছে। ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সকল প্রস্তুতি আমরা সম্পূর্ণ করেছি। আমরা আপনাদের সহযোগিতায় ভাঙ্গাবাসীকে একটি সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন উপহার দিব।
What's Your Reaction?