ভাঙ্গা থেকে ১২০ কিঃমিঃ বেগে ছুটলো পরীক্ষামুলক ট্রেনঃ নতুন রেলপথে যশোর পৌঁছাবে ১ ঘন্টায়
শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ছেড়ে যায় পরীক্ষামুলক একটি ট্রেন। ট্রেনটি সকাল ৮ টা ৪১ মিনিটে ছেড়ে ১২০ কিলোমিটার গতিতে ছুটে ভাঙ্গা রেল জংশন থেকে যশোর পৌঁছাবে মাত্র ১ ঘন্টায়। ঢাকা থেকে যশোর পর্যন্ত ২০০ কিলোমিটার এই রেলপথে ট্রেন পৌঁছাতে সময় লাগবে মাত্র আড়াই থেকে ৩ ঘন্টা। ট্রেনটি পুনরায় দুপুর ১২ টায় আবার ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা জানান। এ ব্যাপারে ভাঙ্গা রেল স্টেশন মাষ্টার জিল্লুর রহমান জানান,নতুন রুটে ট্রায়াল রেল চালানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে দ্রুত গতিসম্পন্ন রেল চালানোর জন্য দুর্ঘটনা এড়াতে পাশ্ববর্তী লোকজনকে সতর্ক করা হয়েছে। যাতে বয়ঃবৃদ্ধ,প্রতিবন্ধী ও গৃহপালিত প্রাণী আশপাশে না থাকে।
বিষয়টি নিয়ে ভাঙ্গার রেল স্টেশন সেফটি ইনচার্জ শেখ নাসিম জানান, শনিবার সকাল ৮টা ৪১ মিনিটে সময় উচ্চ গতি সম্পন্ন পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রুপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌছাইতে সময় লাগবে মাত্র এক ঘন্টা। পরদিন আবারো( ৩১ মার্চ) রোববার সকালে রুপদিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার পরীক্ষার মূলক ট্র্যায়েল ট্রেন চলাচল করবে।
সংশ্লিষ্টরা জানান,ভাঙ্গা থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে যশোর পৌছাতে সময় লাগতো যেখানে ৫ ঘন্টা সেখানে নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘন্টা। পরীক্ষামুলক ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করবে সেনাবাহিনী ও রেল প্রকল্পে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে নতুন রেলপথে রেল চলাচলের খবরে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় সংবাদকর্মী অজয় দাস বলেন,নতুন এ রেল পথ চালু হওয়ায় আরেকটি স্বপ্ন পুরন হলো। এর ফলে যাতায়াতের পথ সুগম হওয়ায় এলাকার অর্থনৈতিক অবস্থার আরও উন্নয়ন হবে। প্রভাষক দীলিপ দাস বলেন, রেলের নতুন রুট চালুর ফলে এলাকায় যোগাযোগ ও অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হবে।
What's Your Reaction?