ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে পৃথক সংঘর্ষ, আহত ৩০

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 2, 2025 - 19:23
 0  2
ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে পৃথক সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে পৃথক দুটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার রাতে, মঙ্গলবার সকাল ও সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষে ৬টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এসব সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলার তুজারপুর ইউনিয়নের শরইবাড়ি মধ্যপাড়া গ্রামে ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তুজারপুর ইউনিয়নের শরইবাড়ি মধ্যপাড়া গ্রামের কবির খাঁ ও বাবু তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার দ্বন্দ্ব চলছিল। গ্রামবাসী দুটি দলে বিভক্ত হয়ে পড়ে। ঈদের দিন রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর মঙ্গলবার সকাল ও বিকেলে পুনরায় সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয় এবং ৬টি বাড়িঘর ভাঙচুর হয়।

আহতদের মধ্যে শওকত খান (৩২), আমির হামজা তালুকদার (৪৮), মজিবর তালুকদার (৬০) ও মফিজ তালুকদার (৩০)-কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার দুপুরে আলম মেম্বার গ্রুপের মাহবুব মোল্লা ও বাবর আলী গ্রুপের সরোয়ার শিকদারের মধ্যে মুনসুরাবাদ বাজারে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত শিমুল (২২) ও মাহবুব মোল্লা (৩৮)-কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে টুটুল মিয়া (৩০), মিরাজ ফকির (৩০), রবিউল মাতুব্বর (২৬), রবিউল (৪৫), কালা মাতুব্বর (২৬), জুয়েল ফকির (৩৮), সামাদ মাতুব্বর (২০), শফিকুল ইসলাম (২৪), বেলায়েত মাতুব্বর (১৮), সোহাগ মিয়া (১৮), আবদুল্লাহ (২৪), মিরান (৩৫), কামাল মাতুব্বর (৪৭), জুয়েল মাতুব্বর (৩০) ও মিজানুর (৪৬) রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, "সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow