ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Apr 25, 2024 - 15:28
 0  10
ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ফরিদপুরের ভাঙ্গায় অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহ হতে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেছে ধর্ম প্রাণ মুসল্লীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত  ভাঙ্গা সরকারি কে. এম কলেজ মাঠে শত শত ধর্মপ্রান মুসলমান প্রচন্ড রোদ আর তাপদাহ উপেক্ষা করে নামাযে শরীক হয়। এ সময় ছোট শিশুরাও নামাযে অংশগ্রহন করে।  বেশ কিছুদিন যাবৎ অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।  এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণির  মানুষ। দীর্ঘদিন  অনাবৃষ্টির কারনে নষ্ট হচ্ছে আবাদি জমির ফসল আর সেই সাথে দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে।

প্রচন্ড তাপদাহ আর অসহ্য গরম থেকে বাচঁতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে স্থানীয় তাওহীদি জনতার ব্যানারে মাঠের খোলা আকাশের নীচে  সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে পরিত্রাণ  পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষমা চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। নামাজ ও দোয়া  মোনাজাত পরিচালনা করেন  তারাইল এএস আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসেন।

নামাজ ও মোনাজাতের পর তারাইল এএস আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, ইসতিসকার নামাজের অর্থ হল, দুনিয়ায় যদি কোন বালা-মুসিবত হয় আসে, প্রচন্ড তাপদাহ, খরার কারনে ফসলাআদি নষ্ট হয়ে যায়,  মানুষের চলাচল দুর্বির্ষ জীবনযাপন করেন, তখন মাঠে গিয়ে খোলা আকাশের নিচে ইসতিকার নামাজ পড়তে হয়। এ বিষয় হাদিসের বর্ননা অনুযায়ী  সর্বস্তরের মানুষের উদ্যোগে নামাজে  অংশ নিয়েছি। আমরা সকলে আল্লাহর কাছে কৃতকর্মের মার্জনার জন্য  মোনাজাত করেছি। আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে  শান্তি এবং সবুজ জমিন যেন  ফিরি়য়ে দেন।সব বালা মুসিবত থেকে যেন  আমাদেরকে হেফাজত করুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow