ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল আইসক্রিম কারখানা সিলগালাঃ ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় একটি নকল আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক লুৎফর রহমানকে এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। মঙ্গলবার(১৫ মে) দুপুরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে কারখানাটিতে অভিযান চালিয়ে নকল আইসক্রিম ও তৈরির সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
এ বিষয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, একটি আইসক্রিম বানানোর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে, বিএসটিআই এর অনুমতি ছাড়া বিভিন্ন কোম্পানির লেভেল নকল করে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় আইসক্রিম ফ্যাক্টরির মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।
What's Your Reaction?