ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 13, 2024 - 18:17
 0  10
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিশাত শিকদার নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ১১ টায় 
 ভাঙ্গা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের কাপুরিয়া সদরদী গ্রামের  জনৈক হাশেম মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার উপর ভাঙ্গা বাজার হতে চৌধুরীকান্দা সদরদীগামী (রেজিস্ট্রেশন বিহীন) সুজুকি মোটরসাইকেলের সাথে আলগী থেকে আসা অজ্ঞাতনামা ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী নিশাত সিকদার (২৮) পিতা- মোঃ দেলোয়ার শেখ সাং কাপুরিয়া সদরদী ও মুরাদ মোল্লা (২৫) পিতা- হাশেম মোল্লা, সাং কাউলিবেড়া, উভয় থানা- ভাঙ্গা ,জেলা- ফরিদপুর গুরুতর আহত হয়।
স্হানীয় লোকজন গুরুতর  আহত দূইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক  নিশাত শিকদার(২৮) কে মৃত ঘোষণা করেন।
ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়
এ বিষয়ে আইনি ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow