ভাঙ্গার ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এ নৌকা বাইচে দূরদূরান্ত থেকে বাহারি নৌকা এবং অগনিত বিনোদনপ্রেমী দর্শক অংশগ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে রঙিন এলইডি টেলিভিশন পুরষ্কার বিতরণ করা হয়। নৌকা বাইচের পৃষ্ঠপোষক ছিলেন আনোয়ার মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব আর্কিটেক্ট মুজাহিদ বেগ।অনুষ্ঠানের সভাপতি দেলোয়ার মাতুব্বরের সভাপতিত্বে আহবায়ক আল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক টুলু মাতুব্বর,এলাকার বিশিষ্টজনেরা। অংশগ্রহণকারীদের মাঝে ৪ টি এলইডি টেলিভিশন সহ অন্যান্য পুরষ্কার প্রদান করা হয়।
What's Your Reaction?