ভাঙ্গায় অগ্নিকান্ডে বসত ঘর ভস্মীভূতঃ ক্ষয়ক্ষতি র পরিমান আনুমানিক ৩০ লক্ষ টাকা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর আলম মোল্লার মোড় সংলগ্ন সাইফুল খান এর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে এতে বসতঘর ও ঘরে থাকা মূল্যবান মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এসময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে মুহূর্তেই বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা, স্বর্নলংকার সহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ক্ষতিগ্রস্থ পরিবারটি প্রচন্ড শীতের মধ্যে খোলা আকাশের নীচে বসবাস করছে।
What's Your Reaction?