ভাঙ্গায় আঃ করিম ও সামর্তবান ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে হাজী আঃ করিম ও হাজী সামর্তবান বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
রোববার (৭ এপ্রিল) ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের আয়োজনে ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুনসুর আহমেদ মুন্সি,সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,ঢাকাস্থ ভাঙ্গা ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, আঃ বারি মুন্সি, ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদের সদস্য মাষ্টার মোঃ শহিদুল ইসলাম ও ওবায়দুর রহমান, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এছাড়া ইফতার মাহফিলে এতিম গরিব ও দুঃস্থ পরিবারের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন, আমার বাবা মরহুম আব্দুল করিম ও আমার মাতা সমাবর্তন বেগমের নামেই ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে। আমার বাবা জীবিত থাকতে অনেক আশা ছিল জনসেবামূলক ও সদকায়ে জারিয়া মূলক কাজ সমাজে প্রতিষ্ঠিত করা। আমার বাবার সেই লক্ষ্য নিয়েই আমরা চার ভাই নিজ অর্থায়নে ফাউন্ডেশনকে দাঁড় করিয়েছি। ইতিমধ্যে রমজানে গরিব দুঃস্থদের মাঝে সাহায্য সহযোগিতা ছাড়াও নানা জনহিতকর কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের হাতে পর্যায়ক্রমে আরো একাধিক প্রোজেক্ট চালু করার চিন্তাভাবনা রয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সামনে এগাতে চাই। পরিশেষে সকলের নিকট মরহুম বাবা ও জীবিত মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন।
What's Your Reaction?